বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং জালিয়াতির একটি মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের পক্ষে জামিন আবেদন করা হয়।
সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামিম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আলোচিত এই মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেন সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালত।
এরপর চলতি বছরের ৯ আগস্ট এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে সেদিন নিম্ন আদালতের দেয়া ১৪ বছরের সাজা বহাল এবং আজকের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
এই মামলায় বছরখানেক জেল খাটার পর ছেলেসহ জামিনে ছিলেন রাগীব আলী।